সাম্প্রতিক বছরসমূহরে (বিগত তিন বছরের) প্রধান র্অজনসমূহঃ (২০২৪-২৫)
শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন নিশ্চিতকরণের জন্য ইউআরসি, যশোর সদর,যশোর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউআরসিতে পিইডিপি-৪ এর আওতায় বিষয়ভিত্তিক যেমন- বাংলা -৩৬০ জন, ইংরেজি-(টিএমটিই) -৩৬০ জন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়- ১৫০ জন, প্রাথমিক বিজ্ঞান (ডিউপার্ট সম্বলিত) -১৫০ জন, প্রাক-প্রাথমিক ইনডাকশন -৬৭ জন, শিক্ষাক্রম বিস্তরণ -১৫৭০ জন, লিডারশিপ -২৫ জন, গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে গণিত বিষয়ক প্রশিক্ষণ-৫১০ জন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রশিক্ষণ-৫১০ জনের প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে শিক্ষকগণ প্যাডাগজিকাল নলেজ এবং সাবজেকটিভ নলেজ অর্জন করেছে। ইউআরসি ইন্সট্র্ক্টার ও নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে উক্ত প্রশিক্ষণের বাস্তবায়নের বিভিন্ন দিক মনিটরিং করে ফলাবর্তন প্রদান করে থাকেন। বর্তমানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরবরাহ করায় ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। শিক্ষক ডাটা বেইজ প্রস্তুত করা হয়েছে। এনসিটিবি কর্তৃক প্রণীত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি ইউআরসিতে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ইন্সট্রাক্টর বিভাগীয় কর্মসম্পাদনের পাশাপাশি সরকার কর্তৃক বিভিন্ন আদেশ নির্দেশ সেমিনার, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাংকন, ডিজিটাল মেলা, শিক্ষাপকরণ মেলা,বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় সাহায্য করা, মা ও অভিভাবক সমাবেশ,উঠান বৈঠক, বার্ষিক ফলাফল অনুষ্ঠান,সমন্বিত পরিদর্শন,বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উপন্থিত, মাসিক সমন্বয় সভা উপজেলা ও জেলা পর্যায়ে সকল সভায় অংশগ্রহণ,বিভিন্ন পাবলিক পরীক্ষা সহ গুরুত্বপূর্ণ পরীক্ষায় বিশেষ দায়িত্ব পালন, শিশু বরণ উৎসব, শিক্ষার্থীর ঝরে পড়া রোধে সহায়তা প্রদান, বই বিতরন, বিদ্যালয়ের বৃক্ষরোপন সহ বিদ্যালয়ের পরিস্কার পরিছন্ন কাজে অংশগ্রহণ করে থাকি এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন আবদান রেখে চলেছে। এছাড়া কোভিড-১৯ এর পরিস্থিতিতে অধিদপ্তর থেকে প্রেরিত নির্দেশনা এবং উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত সকল দায়িত্ব সফলভাবে সম্পন্ন করা হচ্ছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস