Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টার, যশোর সদর, যশোর এ ২০১৫-১৬ অর্থবছরে 907 জন, ২০১৬-১৭ অর্থবছরে 530 জন, 2017-18 অর্থবছরে 1239 জন, ২০১৮-১৯ অর্থবছরে ২৫৭ জন এবং ২০১৯-২০২০ অর্থবছরে (মার্কার-১৫০+ বাংলা-৯০+ইংরেজি=৯০+বাওবি-১৫০+প্রাবি-১৫০+ শাশি-৯০+ সংগীত-৯০) মোট 810 জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেছে। বলাবাহুল্য যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২০-২০২১ অর্থবছরে কোন ধরণের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদিত হয়নি। বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষনপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষক মান যাচাই করা হয়। অন্যান্য বিদ্যালয়সমুহেও প্রমাপ অনুযায়ী সিয়মিতভাবে একাডেমিক সুপারভিশন করা হয়। চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ চলমান রয়েছে। এছাড়া ইউআরসি সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারফরমেন্স রেকর্ড সংরক্ষণ এবং বিদ্যালয় উন্নয়নে যাবতীয় পরামর্শ প্রদান করা হয়। বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী যথযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবসসমূহ উদযাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উপজেলা শিক্ষা কমিটির মিটিং, ভিজিএফ/ভিজিডি কার্যক্রম মনিটরিংসহ বিভিন্ন কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে সম্পাদন করা হয়।